আজ তবে থাক দাদরা-দুপুর তাল ডিঙিয়ে,
কোন কথাটা আগলে রাখা স্বর ছিনিয়ে
বাসর-বাঁশি, স্তব্ধ-গাথা শহর-ফেরত,
ময়না-মাটি হলুদ-ঠোঁটে রোদ-কিনিয়ে
সংবাদে স্রোত খাম-কাগজের নীলচে সুতো,
বৃষ্টিভেজা চোখের তারায় বাঁধছে দ্রুত
কাপাস-কাহন, থাক বিরহ, শুনছো নাকি?
জল-ডিঙোনো উঠোন-সবুজ শ্যাওলা-ফাঁকি!
ঝিনুক-মাখা চন্দ্রভাগায় ইলশেগুঁড়ি,
ধুর বখাটে, ঈর্ষা-শেষে আমিও পুড়ি
ট্রাম, রিক্সা, ধনেশ-ঠোঁটে ব্যস্ত দুপুর,
পাগলাঝোরায় তুই কি নামিস? টাপুর টুপুর?