গাড়ীঘোরা সেভাবে কখনো আমাকে ডাকেনা
অথচ ডেকেছে রাস্তা; গাড়ী চলাচল
না থাকলেও সে রাস্তা, রাস্তা হতে পারে,
প্রকৃত পক্ষে রাস্তার দুধারে
ফুটপাত থাকা চাই।
ফুটপাত থাকলে সানন্দ ভ্রমন থাকে
সুনীল আকাশ থাকে
উৎসব মুখর আয়োজনও থাকে।
বস্তুত: গাড়ীর কনভয় থাক বা না থাক
ট্রাফিক জ্যাম থাক বা না থাক
সে রাস্তা, রাস্তা হতে পারে।
শুধু দুধারে ফুটপাত থাকা চাই।