শব্দের বারোমন্দিরে ঠায় বসে থাকি
জলের প্রলাপ ধ্বনি গঙ্গার ঘাট
ভেজা মুখ জানালায় মফঃস্বলি মেঘ
বাতাস গুমোট
রক্ত ঝরে মুহূর্তের গায়
অবিচল ঘাট
সম্পর্ক খুচরো হয়ে নিলামে যায়
হলুদ পুঁথিপাঠ বারংবার
যে যার মতন ঘুমোতে যাই
ডানা জুড়ে ওম-শান্তি বৃষ্টির শিল
কবিতা বাতাসে ওড়ে স্বেচ্ছাচারী চিল