দড়ির উপর হেঁটে যাওয়া নির্ভীক রোদ্দুর
এক সময় অজ্ঞাত বাসের দিকে এগিয়ে যায়
তা নাহলে রাত্রির সুড়ঙ্গে এত কেন সৃষ্টির মহড়া!
প্রজন্মের পর প্রজন্ম একেকটি সেতু পারাপার
এত রাস্তা থাকতে আরো এক রাস্তার নির্মাণ?
অন্ধকারে হঠাৎ জোনাকি!
উর্বশী নামের সাথে 'সুন্দর' শব্দটি ঝুমকো লতা কানের দুল ঝুলতে থাকে!
মিথ্যে হলেও কোথাও যেন তারে দেখেছি।
স্বপ্নের ব্যাকরণে নির্দিষ্ট কোন বাস রুট নেই...
স্বপ্নের শুধু বারান্দা, ঘরবাড়ি কিছু নেই।
জীবনের স্বপ্ন মানে একটি ইচ্ছে দড়ির দোলনা,
রোদ্দুরের ম্যাজিক।...