দুজনের বয়সের ফারাক প্রায় সত্তর। অর্ণব শিকদার আর টুকটুকি। বিকেলে পার্কে পরিচয় দুজনের। অর্ণব রোজ হাঁটতে আসেন। আর টুকটুকি - খেলতে।
দুজন অসমবয়সী মানুষের বন্ধুত্ব দেখার মতো!
সেদিন বিকেলে, টুকটুকির মা'র শরীর খারাপ। ও পার্কে এসেছে পিসির সঙ্গে। খেলতে খেলতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। পিসি একটু দূরে ছিল। দেখতে পায়নি। অর্ণব এসে কোলে তুলে নিল তাকে। টুকটুকি তখনও ফোঁপাচ্ছে। সামান্য পরে পিসিও পৌঁছে গেল। বলল - "ওকে কোলে তুলেছেন কেন?" ভিড় জমে গেল। টুকটুকি বলেছিল ঘটনাটা! কেউ শোনেনি।...
বৃদ্ধ অর্ণব বাবু এখন জেলে। পকসো আইন বড়ো নির্দয়।