বন্ধক - বন্যা ব্যানার্জী

সবই রেখেছিলাম।
এই ধুলোবালি,বেওয়ারিশ বাতাস,
হলুদ ঘুম,পাওয়া না পাওয়ার আশ।
'তুমি আমাকে ভালোবেসেছিলে!'
উত্তর ও বন্ধক ছিল রামধনু শপথে।
সব বিস্ময় ছিল চিলেকোঠা রোদ আর
চনমনে ঠোঁট তিল- শত ক্ষমা জলমিছিল।
যেতে যেতে কান্না ডিঙোয়।