কথার কথা
থামার কোনো লক্ষন আপাতত নেই। প্রতিদিনই সংক্রামকের সংখ্যা বাড়ছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে। চারিদিক দেখে শুনে মনে হচ্ছে সাধারণ মানুষ এ বিষয় টি কে আর পাত্তা দিতে চাইছে না। প্রায় সমস্ত খোলা অফিস কাছারি খুলে গেছে। ট্রেন চলছে না । মানুষ খুব কষ্ট করে অফিস যাচ্ছেন। সরকারি অফিস গুলো একরকম কিন্তু বেসরকারি অফিস গুলোর হাজিরায় যথেষ্ট কড়াকড়ি। যাদের ব্যবসা ,যাদের যাতায়াতের জন্য ট্রেন ছাড়া কোনো বিকল্প নেই, যারা ট্রেনে টুথব্রাশ থেকে মশা মারার ধূপ পর্যন্ত ফেরি করে সংসার চালান প্রতি সকাল তাদের একটা জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। চাকরি যাওয়ার খবর আসছে। জিনিস পত্রের দাম বাড়ছে। এই অতিমারীর সময় মানুষ যখন আতঙ্কিত তখন সরকার সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি করার উদ্যোগ গ্রহণ করছেন। এতে নাকি দেশের ভালো হবে ! জমায়েত করা যাবে না করোনা ছড়িয়ে যাবার আশঙ্কায় তাই প্রতিবাদ নেই। একদিকে করোনার প্রকোপে মৃত্যু ভয় অন্যদিকে চাকরি যাওয়ার আশঙ্কায় মানুষের জীবন আজ অনিশ্চিত। কি যে হবে ! কি যন্ত্রনায় যে মরছে মানুষ নিষ্ফল পাথরে মাথা ঠুকে! আগামীদিনে নতুন কোনো শব্দ নতুন পংক্তি নতুন কোনো গান নতুন কোনো মানুষ অথবা নতুন কোনো দল আমাদের দিশা দেখাবে? জানি না। খুব একটা যেমন আশাবাদী হতে পারা যায় না তেমনি হতাশ হয়ে বসে থাকা কাজের কথা নয়। তাই চলা। ভাবনায় গোড়ায় অবিরত জল ঢালা। একদিন হয়তো সেই দিন আসবে যেদিন আবার মানুষ সমস্বরে গেয়ে উঠবে মানুষের জয় গান।
আপাতত চরৈবেতির মন্ত্রে জারিত হয়ে পরম্পরা ই- ম্যাগ দশম সংখ্যায় পা দিলো।
এবারের সংখ্যায় স্মরণ বিভাগে ভাস্কর চক্রবর্তী কে নিয়ে লিখেছেন গৌতম সাহা। গৌতম রায়ের বাঙালি জীবনে সুফি সমাজ তৃতীয় পর্ব প্রকাশিত হলো। তরুণ গদ্য কার মানস শেঠ ও বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুমন গুন অসামান্য দুটি গদ্য লিখেছেন। বিশিষ্ট কবি যশোধরা রায়চৌধুরীর অসাধারণ একটি গদ্য পাঠকদের আনন্দ দেবে বলেই আমাদের আশা। এছাড়া রজত চক্রবর্তীর ধারাবাহিক মুক্ত গদ্য পাঠক মহলে সাড়া ফেলেছে। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই আমাদের বিশ্বাস। এছাড়া অনুবাদ কবিতা মমতা নন্দা লিখেছেন। আর কয়েকটি কবিতা পাঠক মহলে সাড়া ফেলবেই।
গৌতম দাশ
সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত
উপদেষ্টা মন্ডলী
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ লাহা, শর্মিষ্ঠা নাথ, বিজয় দত্ত, ডা. ভাস্কর দাস, সিদ্ধার্থ ভট্টাচার্য, অরণি বসু, সুশীল নাগ, কুণাল চট্টোপাধ্যায়, অমর নাথ, রক্ষিত লিলি হালদার, অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, আশিস সরকার, অপূর্ব কৃষ্ণ দত্ত, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, পল্লব বরন পাল, রবীন বন্দ্যোপাধ্যায়, আনন্দ দাশগুপ্ত, গায়ত্রী রায়, স্বপন বিশ্বাস, সুভাষ ভদ্র, সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
বিশেষ সহায়তা
নিরুপম আচার্য, রুদ্র কিংশুক, আইভি চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষ, বিদিশা সরকার, মণিদীপা নন্দী, বিশ্বাস নিবেদিত, আচার্য স্নিগ্ধা চন্দ্র, আলো পাল, গৌতম সাহা, বোধিসত্ত্ব ভট্টাচার্য, পম্পা দেব, অনমিত্র রায়, সৌরভ হাওলাদার, মানস শেঠ, রিমি মুৎসুদ্দি, দেবাশিষ ভট্টাচার্য, অংশুমান ঘোষ, রিপন রায়, তন্ময় মালাকার, দেবাশীষ সরকার।
কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
পরম্পরা প্রকাশন