সংকেত - নন্দিতা সিনহা

কেমন আছো তুমি
আমার হরিত বনভূমি?
আমরা এখন স্তব্ধ ,মৃত্যু ভয়ে ভীত
মরণ আসে নিঃশব্দে ,দিগন্ত বিস্তৃত।
মারছি যখন তোমায়
নীরব যন্ত্রনায়
আকাশ ছেড়ে মাটির ওপর বিছিয়ে দিয়ে ডাল
আমরা মাতি উল্লাসে আর হাসতো মহাকাল।
আগুন দিয়ে বনে
লুকিয়েছি নির্জনে
তুমি তখন অঙ্গে নিয়ে তীব্র  দহন জ্বালা
বলছো হেঁকে কোথায় আছিস,যেদিকে হয় পালা।
কী যন্ত্রনায় শ্বাস
করছিল যে গ্রাস !
বনস্পতির চির হরিত রূপের মোহন শোভা
 হিসাব চলে লুকিয়ে মনে বাইরে সাজি বোবা।
পায়ের নিচে শব
স্পর্ধিত রাজপথ
দশ দিকেতে ছুটছে যেন উড়িয়ে জয়ধ্বজা
ভুলেছিলাম তুমিই রানী,আমরা নেহাত প্রজা।
পাপের ঘড়া পূর্ণ
অহমিকাও চূর্ণ
মহামারীর শঙ্কা বুকে কাঁপছে বিশ্বলোক
গভীর নিশায় রুদ্ধ শ্বাস, এবার প্রভাত হোক।
আশীষ দিও মাগো
শুভ বুদ্ধি জাগো
ধ্বংস লীলায় যাবার আগে একটু যেন ভাবি
পৃথিবীতে সবচে বেশি এই প্রকৃতির দাবি।
বন্ধ দুয়ার খুলে
তামাম কষ্ট ভুলে
বিশ্ব জুড়ে   আর না করি ভুলের পরে ভুল
প্রাণের পরে প্রাণ, শুধু প্রাণই  দেবে মাশুল।