যখন তোর কথা মনে করে
সাগর থেমেছে মাঝ পাথারে ,
সমস্ত সাঁঝ জুড়ে নীরবতা
তোকে খুঁজে পেলো অন্যকোথা,
রামধনু রঙে ভিজিয়ে তুলি
ছায়াপথে ছবি আঁকে গোধূলি .
একরাশ দুঃখের ডালি নিয়ে
আকাশ মেঘের রঙে কালো দিয়ে,
খুঁটে খুঁটে তোর নাম যায় লিখে
পাখিরা গান গাওয়া গেছে শিখে,
জ্যোৎস্না সাজিয়ে দিক দরবার
হোকনা তবে চাঁদে জলসাঘর.
পড়ে থাক শ্মশানের শেষ শব
আজ ভোরে কাকেদের কলরব,
রাখেনি জায়গা তারা একতিল
মাথা ধরে পাক দেয় দুই চিল,
ফুটে ওঠে কুঁড়ি থেকে ফুলগুলি
তোর সাথে কথা বলে বুলবুলি.