বেদনাসঘন যে পথ বাহিয়া
এসেছিলে পথভুলে ,
মিলেছিল কালো করালের ছায়া
সুবিশাল তরুমূলে,
পরিচয়ে প্রাণের আকুতি ,
এনেছে হৃদয়ে সুগভীর প্রীতি,
বুঝিনি পথের শেষ নয় সেথা
পড়েছি পাথারে অকূলে,
হারানো সে পথে অশ্রুনদীতে
গিয়েছিনু দোঁহে মিলে.
পাই নাই ফিরে কখনো খুঁজিয়া
আবার যখের ধন ,
থমকে গিয়েছে পৃথিবী
হাওয়ায় লাগেনি শুভ লগন,
বসেছিনু যবে গোলাপের বাগে,
কথা সরে নাই কাহারো যে মুখে,
লেগেছে যদিবা ভুল করে ছোঁয়া
শিহরিয়া তনুমন ,
আবেশে - আবেগে- আদরে - সোহাগে
মনে দিয়েছিনু মন.
প্রথম অনুরাগের আবেশ
ক্রমশ গিয়াছে ছাইয়া ,
ঝড়েতে পড়েছে যে নৌকো তার
যেতে হবে দাঁড় বাহিয়া ,
যে মাঠ দিয়েছে পথ পায়ে পায়ে,
তেপান্তরের পানে দেখ চেয়ে,
সুদূরের পথে চলেছে সবেগে ,
সাদা ঘোড়া এক ছুটিয়া,
থেকে থেকে কেঁপে উঠি যে কাহার
পায়ের শব্দ শুনিয়া !
অচেনা এক ফুলের গন্ধ
নিঃশ্বাসে গেছে মিশে ,
করেছে আমায় যে নীলকণ্ঠ
বুঝি কোন এক বিষে,
খরায় যে নদী গিয়েছে মজিয়া ,
হারায়েছি মন কিছু না বুঝিয়া ,
বিধাতার কোনো অভিসম্পাতে ,
হয়ে গেছে কালো সীসে ,
হাজার জনস্রোতের মেলায়
হারিয়েছি তারে শেষে .
কি নাম তোমার বলে যাও যদি
লইলে হৃদয় কাড়িয়া ,
পরাণের গোঠে বাঁধিলে পরাণ
যেওনা আমারে ছাড়িয়া,
যে গান বাঁধিনু সুরের বাহারে ,
বাজছে বেসুরো ছেঁড়া বীণা তারে,
ফিরে এস তবে যেয়োনাকো চলে,
ফেলে আপনার হিয়া,
রয়ে যেও মোর গোপন রাগেতে
আমার প্রথম প্রিয়া.