চায়নিতো ঘুলঘুলি পথে
কখনো সে আলো
অন্ধকারেই ছিল একা সুখে
এর চেয়ে বরং ঝাঁপ দেয়াই
ছিল ভালো
মিসিসিপি মিসৌরির বুকে
বর্ণবিদ্বেষীদের নাক সিঁটকোনো
দেখার চেয়ে
লুকিয়ে ডুকরে কাঁদে একাকিনী
কালো এক মেয়ে
আমাজন নদীর তীরে
জঙ্গলে বসে
আনাকোন্ডা,ডাইনোসর,
কালো চিতার দেশে
ত্রস্ত নয়নে এলোকেশী
এখানে মানুষের সঙ্গে
সাদা গরিলার তফাৎ
নেই খুব বেশি
ক্লান্ত, ক্ষীণ শরীরে তার
আশা এসে বাসা বাঁধে বারবার
ওদিকে আকাশে মেঘ বাসা বাঁধে
পেঁজা তুলোর মতন
নীল হরিণীর গায়ে
গোল সাদা দাগ যেমন
শোভা পায় ঠিক সেরকমই
বিশ্বাস,ভরসাএরা হতে চায়না
মোটেই সংযমী
চিত্রগুপ্তের কলমের কালী
এঁকে চলে ঝাউপাতার মতোজালি
ঝাপসা দৃষ্টিতে তার রয়েছে দাঁড়িয়ে
জীর্ণবস্ত্র, বুভুক্ষু কালো এক মেয়ে