সুমন রায় স্মৃতি


জন্ম : ৩ অগাস্ট ১৯৮৫ | মৃত্যু : ১২ জানুয়ারী ২০১৮

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৬০ বছরের জীবন কাহিনি ছবিতে (ড্রয়িং-এ) করার কথা যার কথায় ঠিক হয়েছিল, তার আয়ু অবশ্য নিতান্তই কম। মাত্র ৩২। সুমন রায় (বাবু)। সাত আট বছর আগে কোনও একটা কাজের সূত্রে এই জীবন কাহিনির একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছিল, যার নাম ছিল “জীব শিব লোকনাথ’। এই বইয়ের জন্য ওই নাম ঠিক পছন্দ হচ্ছিল না। আরও দশ জন মানুষের মতো লোকনাথের একনিষ্ঠ ভক্ত সুমন বলেছিল, ভাল করে বাবার বাণী মনে করে দেখো। ওই বাণীর মধ্যেই তোমার ছবিতে বা গ্রাফিক্সে লোকনাথ জীবনীর নাম পেয়ে যাবে। 'আমাকে স্মরণ করিও' অথবা 'আমিই রক্ষা করিব'। প্রতিটি পাতার নীচে লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তদের নিজস্ব মত দেওয়ার কথা যখন ঠিক হলো, সুমন বা বাবুর সহজ বক্তব্য ছিল, লোকনাথ বাবা নিয়ে আমার বিশেষ কিছু ব্যাখ্যা আছে। তোমার সবচেয়ে কঠিন এবং সেরা ছবির নীচে আমার কথা দিতে হবে। কী সেই 'বিশেষ ব্যাখ্যা' তা আর জানা হলো না। তবে সেরা ও 'কঠিন' ছবির পাতাটি অবশ্যই সুমন রায়ের। (দুটি পাতায় তার নাম ও ছবি আরও একবার দিলাম। একটি তার অধিকার, অন্যটি আমার ) আসলে সম্পূর্ণ বইটিই এখন তার। তার যা যা প্রাপ্য ছিল, তার থেকে অনেক কম পাওয়া, অস্থির, অথচ অসম্ভব শান্ত, দুর্দান্ত রসিক এবং বিশুদ্ধ ভাল মানুষটিকে এই বইটি উৎসর্গের মধ্যে কোথাও কোনও কৃতিত্ব নেই, রয়েছে আমৃত্যু সন্তান হারানোর শোক বয়ে বেড়ানোর ভয়ানক কষ্ট।

শান্তিতে থাকিস তুই বাবা