একটা পদ্মকলি,
চেনা জলে দিল বুলি,
পাতার ওপর তবে।
আর কত দিন বল,
আমার সুখের কাল,
তোর দিশা খুঁজে বেড়াবে।
পদ্মপাতায় জল,
ফোঁটা ফোঁটা টলটল,
তোর কথা যাচ্ছে বলে।
আমার যা ছিল সবই,
নিয়ে গেছে তোর ছবি,
তোর জল চোখের কোলে।
তুই ছাড়া হয়ে আমি,
সবচেয়ে কমদামী,
একটা পুতুল ফ্যাকাশে।
মন থেকে যদি চাস,
মেঘেতে আমার বাস,
বর্ষায় থাকিস পাশে।