তোর পথে

কখনো কখনো তুই,

 আমাকে এড়িয়ে চলে,

 যেতে চেয়েছিস দূরে।

 বুঝেও সবকিছু,

 জানতে দিইনি তোকে,

 আছি ছায়াপথ ধরে।

 যে কথা অভিমানে,

 চাসনি বলতে আমি,

 ছিলামনা তোর ধারায়।

 ছিলিসনা তুই তবু,

 আমি হাতে ফুল নিয়ে,

 গেছিলাম তোর পাড়ায়।

 

জ্বালিয়ে সাঁঝবাতি,

 তোর অপেক্ষায়,

 বসেছিলাম উঠোনে।

 আসিসনি ফিরে তুই,

 বাড়ি আর সেই রাতে,

 তরী বেয়ে ছিলি উজানে।

 

আমি সাতরং ভুলে,

 গেছি তোর ছবি গুলে,

 জ্যোৎস্নায় জলের রঙে।

 সাগরে ঢেউ তুলে,

 গিয়েছিলি সব ভুলে,

 আমাকে নদীতে ভেঙে।

 

বালুকাবেলায় তুই,

 ডাকিসনা আমাকে,

 আর ঝিনুক কুড়োতে।

 তোর বনপথে যেতে,

 পারবনা আমি আর,

 কাজের সময় ফুরোতে।

 যখন আসবি তুই,

 হাতগুনে এক,

 দুই গ্রামের আলপথ ধরে।

 দেখবি বাঁশি হাতে,

 দাঁড়িয়ে রয়েছি আমি,

 মেঠো রাস্তার মোড়ে।