কার ভুলে

কখনো ভাবিনি আমি,

 তোর হাসি আমায় খোঁজে।

 কথারা যায় ছুঁয়ে,

 আমাকে আঁধার রাতে।

 যখন আমার প্রেম,

 তোকে নিয়ে স্বপ্নে সাজে।

 তোর অবয়ব খুঁজে,

 পাইনা আঁখিপাতে।

 

গুনেছিস তুই তারা,

 আকাশে আমাকে এড়িয়ে।

 আমি গোলাপের বাগে,

 কত রং দেখেছি নিয়ত।

 রাতের সোনালী দিনে,

 গিয়েছিস আমাকে পেরিয়ে।

 রঙের বাহারে আমি,

 খুঁজেছি তোকে অবিরত।

 

কোনোদিন তোকে চাঁদ,

 শুধোবে আমার কথা।

 বলিস আকাশে আমি,

 রামধনু রঙে গেছি মিশে।

 তারার পালক তোকে,

 ভোলাবে আমার ব্যথা।

 মেশাবো নীল আতর,

 আমি ভালোবাসার বিষে।