অরুণিমা

দেখা যদি দিতে নাই চাও তবে,

 আড়ালেই নয় থেকো।

 যদি কখনো আমায় খোঁজো-

 একবার,

 নাম ধরে শুধু ডেকো।

 

আকাশে গলেছে মেঘের বাঁধুনি,

 ভেঙেছে আগল,

 বাজে সুরধ্বনি. আধো-

আলো দিন হয়েছে আঁধার,

 জলে আঁকা জলছবি।

 তুমি কেন তবে,

 একলা নীরবে,

 দরজায় দিলে চাবি।

 

আমিতো চাইনি ভরা জলসায়,

 গাইতে তোমার গান।

 করিনি তোমার কোনো স্তবস্তুতি,

 চাইনি আদরস্নান।

 

দখিনা বাতাস এসেছে সহসা,

 তোমার হালকা খবরে সে ভাসা,

 কিছু তো সত্য,

 কিছু জল্পনা নিয়ে রাগ ভৈরবী।

 স্মৃতিতে বাঁধানো কলমে লিখুক,

 হেরে যাওয়া এক কবি।