বারে বারে যদি ডাক দিয়ে যাস,
কি করে ফেরাই তোকে।
উড়ো চিঠি প্রেম পাঠালাম তাই,
আমার পৃথিবী থেকে।
বোজা লণ্ঠন জ্বলে টিমটিম,
ব্যাকুল বেহাগে বাজে রিমঝিম,
চাপা শঙ্কায় শিহরিত হয়,
এ হৃদয় থেকে থেকে।
মোমের পুতুল হয়ে যাস রয়ে,
প্রাণের আদর মেখে।
ফুলের পাপড়ি হয়ে মেল ডানা,
দীঘি জলে টলটল।
পথ দেবে প্রেম পায়ে পায়ে প্রিয়া,
আজ সেখানেই চল।
একতারা হাতে গায় বৈরাগী
"দুই জন আজ হয়েছে বিবাগী,
রঙের বাহারে সাজা প্রেয়সীরে,
দুই চোখ ছল ছল।"
সবুজ গোলাপ দেখতে যে লাগে
তোর মতো অবিকল।