উত্তরা আমার লেখা তৃতীয় কবিতার বই প্রকাশিত হবে কুহুতান প্রকাশনী থেকে ২০২৪ কলকাতা বইমেলায়। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে লেখা কবিতাগুলো স্থান পেয়েছে এই বইতে। বিভিন্ন সংকলন ও লিটল ম্যাগাজিন ও ফেসবুক গ্রুপে প্রায় সব লেখাই কমবেশি সমাদৃত। আশা করি পাঠকদের বইটা ভালো লাগবে।
- রাজ সেন।