চাকরি কখন ছাড়বেন - মানস কুমার ঠাকুর, প্রাক্তন প্রেসিডেন্ট, এই সি এ আই

কেরিয়ারে টিকে থাকা  নয়, এগিয়ে যাওয়া জরুরি। তার টিপস রইল:
* অনেকদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন। কিন্তু কেরিয়ারের গ্রোথ চোখে দেখা যায় না। এরকম ক্ষেত্রে চাকরি বদলের  কথা ভাবুন। এক জায়গায় অনেকদিন ধরে কাজ করলে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। সেটা ছেড়ে বেরোনো কঠিন হলেও, সেই পথটা বেছে নিতে হবে।
* ইনক্রিমেন্ট আর প্রমোশন, দুটো ঠিকঠাক হচ্ছে কি? এই প্রশ্নের উত্তর দেখে নিন। যদি হয়ে থাকে, তবে বুঝতে হবে আপনার কেরিয়ার গ্রোথ ভালো। কোনো একটা থমকে গেলে আপনি চাকরি ছাড়ার কথা ভাবুন। কারণ কেরিয়ার এগোতে গেলে দুটো সমানভাবে জরুরি।
* হাতে সময় নিয়ে চাকরি খুঁজুন। হটকারী সিদ্ধান্ত নেবেন না। অন্য যে কোম্পানিতে যাওয়ার কথা ভাবছেন, তার সম্পর্কে খোঁজ নিন। সেখানে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন,  সেটা নিয়ে ভাবুন। যদি দেখেন আপনার কাজের ধরন, চাহিদার সঙ্গে সবটা মিলে যাচ্ছে,   সেক্ষেত্রে চাকরি বদলাতে পারেন। না হলে  অপেক্ষা করুন।
* নিজের স্কিল বাড়ান। যা জানতেন তার থেকে নতুন কিছু শিখুন। কোন ধরনের স্কিলের চাহিদা আছে সেদিকে নজর দিন। এতে আপনি যেমন নতুন ধরনের কাজ করার সুযোগ পাবেন, তেমনি  অন্য কোনো কোম্পানি ও আপনাকে চাকরি দিতে আগ্রহী হবে।
* নিজের প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করুন। একই পেশার সঙ্গে অন্য  কোম্পানির কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন।   সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার কোম্পানি যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা  যথেষ্ট কি না। সেই মতো চাকরি বদলের সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই।