প্রথম প্রেম, স্নেহের বাঁধন দিয়ে শুরু করেছিলাম এই জীবনটা-
তখন তুমিও কত আনকোরা, স্বল্প উপার্জনকারী......
কিন্তু বন্ধন তো অর্থের দাবি করে না,
দুটি মন যখন একসূত্রে বেঁধে যায়, সে এক অপরূপ বন্ধন হয়।
আড়ম্বর না হলেও জীবন তখন ভাসতো ভালোবাসার তরীতে…..........
রাগ, তাপ, অভিমান নিমেষে মুছে যেত তোমার উষ্ণ স্পর্শে,
আজ অনেকটা পথ কাটিয়ে এলাম,
আজ মনে হয়, স্বল্প উপার্জনই ভালো ছিল,
প্রানবন্ত ছিল তোমার আমার সন্ধ্যে বেলাগুলো,
অভিমান দেখিয়ে তোমার ওপর কি সহজে আছড়ে পড়তাম........
আর তুমি??? মন ভোলানোর কত জাদু করতে, আমার মুখে হাসি দেখার জন্য।
ক্রমশ তোমার প্রতিষ্ঠার নেশাতে প্রেমের সুতোয় টান পড়লো,
এক সাথে ফুচকা খাবার সময়, একে অপরকে খাইয়ে দেবার দিন হারিয়ে গেছে।
ভুলে গেছো তুমি আমায়, আমার আসল চাওয়া পাওয়া গুলোকেও।
চাই নি যে আমি নাম, যশ, অর্থ, অহংকার.........
নিঃসার্থ ভাবে চেয়েছিলাম শুধু তোমাকেই।
তোমার ঐ সাদা মনটাকে আর পাগল করা আগলানোকে.........
" বুঝলে না "......
ভাবলে, এত সুখ দিয়েও আজ কেন মন পেলে না.......
শুরুতে তোমার কাছে আমিই ছিলাম তোমার বাঁচার উৎস,
আর আজ আমিই যে নিঃশেষ হয়ে যাচ্ছি -----------------
----- তুমি বুঝলে না -----