এই তো একটা জীবন, পেয়েছি ছোট্ট জীবন.....
ওঠা-পড়া হাসি-কান্না ভরা কত দিন,
হিসেব টা আজ নাই বা পেলাম , থাকুক না সে ঋণ।
অহংকারের গণ্ডি টা আজ ভেঙ্গেই ফেলি তাই,
কি হবে আর চোখ ভিজিয়ে একটা জীবন ভাই।
কঠিন নরম সকল মনের মানুষ যেমন হয়,
আলো আঁধারের লুকোচুরি মানতে হবে তাই।
সুখ পাখিটা আসবে যাবে , শান্তি খোঁজো আজ,
বিবেকটাকে জাগিয়ে রেখো, সাজো নবীন সাজ।
হাঁসিটাকে ঠোঁটের কোণায় আশ্রয় দি তাই,
দুঃখ গুলো শেষ করে দি, কঠিন অবজ্ঞায়।
মিষ্টি রাতের প্রেম টা যখন ভাসায় আমায় আজ,
ভরিয়ে তোলে আনন্দে সে সরিয়ে সকল লাজ।।।
তাই তো আমি বাঁচবো এবার সুখের দাবি নিয়ে,
শান্তি প্রেমের জুটিই ভালো, চলবো জীবন বয়ে।।।