আজ

আজ হাসো, ভালবাসো,
কালকের কথা কেন ভাবো?
অনুভব করো আজকের সূর্যোদয়,
মেতে ওঠ ওই চন্দ্রিমার আভায়,
ফোটা ফুলের দিকে তাকিয়ে এঁকে ফেল তোমার হৃদয়, তোমার তুলির টানে,
কাল ওই ক্যানভাস টা তোমার হাতে নাও থাকতে পারে,
হয়তো চেয়েও আর রং দিতে পারলে না,
তাই আজই প্রাণভরে বাঁচো।
আজই খুলে দাও ওই নিয়ন্ত্রিত মনের দরজাগুলো,
আসতে দাও পাগল বাতাসকে,
ছুঁয়ে যাক তোমার ইচ্ছা গুলোকে,
তুমি ধরো আজ সেই আনন্দের গান , যে গানে বিষন্ন মন হয়ে উঠবে উৎফুল্ল,
নিজেকে ধরে রেখো না আজ,
সীমাবদ্ধতা সমাজ তৈরি করে না,
করে মানুষ নিজের মনে।
তাই আজ শিশির ভেজা ঘাসের ঘ্রাণ শুষে নাও ...... 
কাল কে দেখেছে?
প্রিয় জনের হাত ধরে আজ অকপটে প্রকাশ করো --
" আমার অস্তিত্ব তোমার ভালোবাসায়"
নিজের কাছে বেশি কিছু রেখো না,
শেষ পর্যন্ত হয়তো থেকেই যাবে, 
রয়ে যাবে আফসোস........
জীবনের অধ্যায় পড়ে সেটা প্রতি মুহূর্ত উপভোগ করো, কষ্টে  নিজেকে কেঁদে প্রকাশ করো.......
ওই সুন্দর দুটো চোখ আর সীমাবদ্ধতায় রেখো না,
জীবন তাই শুধুই " আজ"
প্রাণভরে বাঁচো।