মন পরিণত

আজ জীবনের মাঝ আকাশে এসে বুঝলাম.......
বয়সের সাথে অনেক পরিণত মন গড়ে ফেলেছি।
নানা উঁচু নিচু রাস্তা পেরোনোই তো জীবন।
পথ চলার মানচিত্র  ছাড়াই চলতে হয়।
আর চলতে গিয়ে নানা বাঁকে নিজেকে পরিবর্তন করাই হল সফলতা।
এভাবে অনেক দূর এগিয়ে দেখলাম, বদলেছে আমার দৃষ্টিভঙ্গি ।
সেদিনের জীবন দর্শন আর আজকে অনেক তফাৎ।
সেদিন রাগ, তাপ আর ফুটন্ত আবেগ ভরা মনে ছিল কত চাহিদা।
আর আজ আছে - " অপেক্ষারত মন আর অনেক কিছু মানিয়ে নেয়া"
আগে প্রশ্ন ছিল - " কেন আমিই"
আজ ভাবি - " হতেই পারে"
প্রতিকূলতা দেখে শিখেছি কত বোঝাপড়া।
অভিনয় টা আমার আসেনা।
তাই  কষ্ট পেতাম।।।
আজ হাসি কে সঙ্গী করে বাঁচতে শিখেছি..... কষ্ট হলেও।
কারণ বোঝার মানুষ যে ভীষণ কম।
সকলেই চায় এমন এক মানুষ যে তাকে মন থেকে বুঝবে।
আজ তাই পরিণত চোখে আকাশ টা আরো ভালো করে দেখি।
বুঝলাম - আবেগের চেয়ে পরিণত মনের প্রয়োজন বেশি।
আবেগে আমরা আশা রাখি - কেউ আমাদের বুঝুক।
আর পরিণত মন যে জানে - অন্যকে বুঝতে।
পথের বাঁকে এসে অনেক মানুষ চিনলাম।
কাছে থাকার মানুষ চিরকাল থাকে.....আর যে থাকার নয় তাকে রাখাও যায় না।
দূরত্ব মানুষকে বিচ্ছিন্ন করে না - মন যদি এক তরঙ্গে হয়।
অনেক অমূল্য মুহূর্ত আমরা স্মৃতির পাতায় রেখে দিতে বাধ্য হই কারণ জীবনের মানচিত্র আমাদের অজানা।
তাই কারো দেখানো পথে হেঁটে যেতে হয়, পথ হারালে শুধুই অন্ধকার।