বৃষ্টি ভেজা সকাল

বৃষ্টি ভেজা সকাল টা যে মনকে উদাস করে,
চায় যে হৃদয় দৌড়ে যেতে প্রিয়জনের তরে।

শুকনো পাতা প্রাণ পেয়েছে হাসছে তারা যেন,
তোমার আমার প্রেম টাকে আজ একটু বেশি টানো।

ফুটছে জবা মায়ের পায়ে, গোলাপ টা কি লাল,
ভালোবাসার ইচ্ছে গুলো করে যে বেহাল।।
ভিজে ঘাসের ছপছপানি, কাদার ওপর তাই,
হাঁটবো চলো হাত ধরে আজ ভেজা হাওয়া খাই।

ভিজছে মাথা, ভিজছে যে পা, ভিজেই আছে মন,
হাতের ওপর হাত টা না হয় থাকুক কিছুক্ষণ।।।