আজ করোনা সন্ত্রাসে আতঙ্কিত পৃথিবী.....
চাল চলন শব্দ সবই নিরব।
প্রাণ আছে কিন্তু ভীত হৃদয় আজ হাসতে ভুলে গেছে।
একসাথে আড্ডা আজ অতীতের খাতায়।
মানুষ হতাশ হলে খোঁজে সেই সজীব হৃদয়,
বাঁচার এক প্রাণভরা অবলম্বন।
সে সেই প্রিয় মানুষটির হাত ধরে অন্ধকার পরিবেশ কাটিয়ে ওঠে........
কিন্তু সে ভুলে যায় - তার দায়িত্ব, পৃথিবীর উপর।
সে হাত বাড়িয়ে - শৃঙ্খলা দিয়ে তাকে তুলে ধরতে নিরুৎসাহী।
আমাদেরও তো উচিত - একসাথে, প্রতিজ্ঞা রত হয়ে, পৃথিবীকে বাঁচতে শেখানো।
সবুজের দাগ টা আরো অনেকটা বাড়িয়ে, প্রকৃতির রূপ কে ধরে রেখে, তাকে আবার ঝলমলে রোদ দেখানো।
আমরাই তো পারি, সেই কলকাকলি ভরা পৃথিবীকে ফেরাতে।
এক জোট হয়ে করোনাকে শেষ করে..........
আবার আসবে তবেই, করনাহীন ঝকঝকে সকাল।।।