কথায় আছে প্রতিটি মানুষের জীবনে এক এক সময় নতুন অধ্যায় সূচনা হয়।
একটা অধ্যায় যদি চোখ ঝাপসা করে, পরের অধ্যায়ে এক আপন হাত পায়, চোখের জল মোছার।।।
যদিও সবই ক্ষণস্থায়ী।
আবার তো সেই পরের অধ্যায় পড়তেই হবে।
ছুটি নেই কারোর পুরো উপন্যাস শেষ না হওয়া অবধি।
মানুষ ভেঙে পড়লে এক আপন হাত চায়, আর সেটা তার কাছে আশির্বাদ।
এরকমই এক লগ্নে আমি তোমায় পেলাম।
এইরকম আঁধার রাত, চাঁদটা যেনো হারিয়ে গেছে.......
একেবারে কালো আকাশ।
সেই অন্ধকারে হটাৎ তার হাত - এক অদ্ভুত শক্তি দিয়ে তুলে আনলে আমায়।
যন্ত্রণা , কান্না মুছিয়ে দিলে এক পরম তৃপ্তি।
হে সুন্দর ভুবন, তুমি মায়াবী।
আকাশও যে মাটিতে মিশে যেতে পারে, বুঝিয়ে দিলে।
গাছের শিকড় যেমন আঁকড়ে রাখে গাছকে, ঠিক তেমন আমরা অবলম্বন করি কারোর ওপর।
হয়তো অধ্যায় চলে গেলে সেই কাছের মানুষটিও চলে যাবে ,তবু মন ভালোবেসে ফেলে।
মায়া জড়ানো দু চোখে সময় কে থামাতে চায়,
ছোট্ট শিশু মা কে অবলম্বন করে হাঁটতে শেখে।
কিশোর বা কিশোরী অবলম্বন করে তাদের মনের কোনো আদর্শবান মানুষকে ।।।
আবার যৌবনে তো প্রেমই তার একমাত্র অবলম্বন।।।
আজ আমরা কিন্তু সবাই একা।
একটা করে অধ্যায় উল্টাই আর একটা করে নতুন দিন শুরু।
তাই আজ অবলম্বন করি শুধু নিজেকে,
থাক না নিজের রাগ, গর্ব, অভিমান সব ।।।
শুধু নিজেকে অবলম্বন করে এগিয়ে যাওয়াই " শান্তি