জয় মা

আমি না জানি কোনো পুজো, জানিনা নিপুণ পদ্ধতি,
জানি " মা" শুধু তোমায় ডাকতে,
জ্বালিয়ে বিবেক বাতি।
মা গো - ফুলের রূপে সাজো, নতুন বসন পড়ে,
জানিনা না মা অনেক কিছুই,
করিয়ে নিও মোরে।
হতাশ মনের ডাকে, ভীতি যদি আসে,
পথ দেখাবে তুমি মাগো, রয়ে মোর পাশে।
দুটি চরণ তোমার আগলে রাখি শুধু,
উজাড় করা ভালোবাসায় পাবো জীবন মধু।
আনন্দময়ী মা গো, আশিষ ভরো প্রাণে,
তোমার দ্বারে ভিক্ষারত গুনি জনে।
শুদ্ধ করো এ মন পূর্ণ চেতনা ভরে,
শান্তি শুধু কাম্য, দয়াময়ীর তরে।
জয় মা বলে আজি, আনন্দেতে ডাকি,
জানি না মা তোমার ছোঁয়ায়, দুঃখ দেবে ফাঁকি।
গড়বো আমি মোরে, শক্তি চাই তাই,
জয় মা বলে মনে মনে জয়গান গাই।