ছোট্টবেলার স্মৃতি খানি টানছে বড় আজ,
বাবার সাথে হাতটি ধরে বাইরে যাবার সাজ।
বাবা আমার বড্ড নীরব, কথা বড়ই কম,
মেয়েকে তবু আগলে রাখার ছিল প্রচুর দম।
মা বলত একদম নয়, সব বন্ধ আজ,
বাবার তখন মাকে যেন রাজি করানোই কাজ।
বড় হবার সাথে সাথেই বদল হলো সব,
সিঁদুর পড়ার দিনটা যখন, আনলো কলরব।
পছন্দেরই মানুষ পেলাম, মনটা খুশি খুব,
নতুন জীবন, নতুন আশা, প্রেম সাগরে ডুব।
হটাৎ কেমন আঁতকে ওঠা, ছলছলে সেই মন,
বাবা তুমি থাকবে কাছে " আর কতক্ষণ"?
ফুলের গাড়ী, গন্ধে যখন মাতালো বাতাস,
মনের মাঝে উথাল পাতাল, কান্না ভরা শ্বাস।
পিছন ফিরে মাকে দেখি, বাবা কোথায় আজ,
মা বলেছে বাবার বুকে পড়েছে এক বাজ।
নীরব বাবা মুখ বুজে তাই, তাকায় না যে আর,
"বিদায় বেলা" বিশ্বাস টা হচ্ছে না যে তার।
