না জানি কোন দূরদূরান্তের দেশ হতে
উড়ে আসে এক ঝাঁক সাদা পাখি ঐ সুদূরের ঝোঁকে।
উত্তরের হিমেল বাতাসে মাথা পেতে
আকাশের নীল বুকে আরও নীলের প্রতিশ্রুতি রেখে।
গোলপাতা, হোগলার ছাউনির মাথার ওপর বসে
বাঁশের বেড়ায় তাদের মুখের হলুদ খড় ওড়ে।
মগডাল বেয়ে ছুটে পালায় কাঠবিড়ালী নিমেষে
পালতোলা ঝাউ বন সোঁদা গন্ধে গেছে ভরে।
রামধনু ছবি আঁকে দিগন্ত পারে একমনে
দিনের পরেতে দিন আরও যেন ছোট হয়ে আসে।
গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকার বনে
আঁধার রাতে শিশির কালো মেয়ের অশ্রু হয়ে ভাসে।
বন চাঁড়াল গাছে জোনাকীর আলো নেভে জ্বলে
মহুয়া বনে ভ্রমর ফড়িংয়ের মতো ওড়ে।
কমলালেবুর গন্ধে ভরা পাহাড়ী পথের ঢালে
ধুনোর মতন সাদা কুয়াশা ঝরে।
অশ্বত্থ পাতায় আগুন জ্বেলে সাঁওতালদের উম
খালি গেলাসে লাল কাঁচপোকা ওড়ে।
জুলজুল চোখে নেকড়েরা দিল আঁধারের কোলে ঘুম
ব্যাঙেরা ঘুমোয় গর্তের ভেতরে।।