বর্ণালী

সাদা হাঁসের ডানায় কালো সীসে দিয়ে 

খোদাই করা কাহিনী, 

জীর্ণপত্র মর্মরের মতো উছসে তোমার সৃজনী, 

পড়ন্ত বেলায় খর রৌদ্র যেমতি উঠে ঝলসি, 

গাঁয়ের বধূর কাঁখে কথা বলে সুরবিজরিত কলসী।

 

ক্রান্তিরেখার পদক্ষেপে জড়ায় হাঁসের ডানা, 

কোথায়? কখন? কেন? কিভাবে? সেকথা বলতে মানা। 

টেলিস্কোপে চোখ রেখে দেখা যায় যে সোনালী শিবির, 

দুহাতে আঁধার জড়িয়েছে বুকে দুচোখে শান্তি নিবিড়।

 

পিথাগোরাসের উপপাদ্যয় মাপা যে তামার তার, 

কাঁটা কম্পাসে ডিগ্রীর মাপ, এক-দুই-তিন-চার। 

সাগরের ঢেউয়ে জীবন পেয়েছে চিরায়ত তার গতি, 

পৃথ্বীর নীলে আরও এক পোঁচ দিয়াছে যে সীতাপতি।

 

বেগুনী পৃথিবী চোখ চেয়ে দেখে রূপালী আলোর খেলা, 

সবুজ-হলুদ দিগন্ত পারে লালকমলের ভেলা। 

পেঁজা তুলোর সাদা পরীর রূপকথারই দেশে, 

যাচ্ছে উড়ে বর্ণালী রঙ ছড়িয়ে নির্ণিমেষে।।