মরীচিকা

বিন্ধ্য পর্বতের অরণ্যে, কি তিতাস নদীর তীরে 

অশ্বত্থ গাছের পরছায়ায়, বাবুই পাখির নীড়ে 

মনে পড়ে-পড়েনা সোনার তরীটিরে 

দেখেছিলাম ভেসে যেতে ধানের ক্ষেত চিরে। 

মরুভূমির হলুদ বনে বেদুইনদের মেলা 

ইগলু ঘরে এস্কিমোদের বরফ নিয়ে খেলা 

কাস্তের মতো মুখ বেঁকা চাঁদ নীল চাদরে গা মুড়ি 

টিমটিম করে জ্বলছে, তার জ্যোৎস্না গিয়েছে চুরি।

 

নীল পাহাড়ে কমলালেবু এলায়েছে দেহতনু 

শৈবালের মুঠিতে মুক্তো পড়েছে বাঁধা। 

ময়ূরের মতো পেখম মেলে দাঁড়িয়ে ইন্দ্রধনু 

রূপালি রাতের শিশিরেতে বাধ সাধা 

কৃত্রিম আঁধারে ভেসে বেড়ায় কালপুরুষ 

সহস্র জোনাকীর ভিড়ে। 

বাতাসে ভেসে যায় জীবন্ত ফানুস 

ডোডো পাখীর ক্রেংকারে।।