প্রশ্ন

(১)

কেন্দুপাতা কৈশিক জল নিয়েও তবু হলুদ হয়। 

সাপের ল্যাজে পা পড়ে না তবুও তো ছোবল দেয়। 

পর্ণমোচী গাছের পাতা সবুজ থেকেও ঝড়ে পড়ে, 

সদ্যোজাত কোথা থেকে মা ডাক শেখে কেমন করে?

 

(২)

ভোরের বেলা হলেই কাকের কর্কশ সুর বাজে। 

জনম-ভোর রূপ দেখে কেন অরূপে মন মজে। 

বর্ণের পরে বর্ণ সাজিয়ে তৈরী করা শব্দ, 

পৃথিবীর বুকে যাচ্ছে ভেসে কয়েক সহস্রাব্দ!

 

(৩)

যদি সুন্দর এত সৃষ্টি 

তবে কেন অনাবৃষ্টি 

লাগাচ্ছে দেশে মড়ক! 

শ্মশান হচ্ছে সড়ক।

 

(8)

করুণা-সিন্ধু প্লাবনে 

বর্ণালী অবগাহনে 

কুহু স্বরে তুমি ডাক চৈতালী, 

সুরের সঙ্গে স্বরের মিতালী।।