হিমালয়

ভারতবর্ষের উত্তর সীমান্ত জুড়ে, আজও তোমার স্থায়ী বসবাস- 

কেউ জানেনা ঠিক কত হাজার বছর ধরে, 

কি তোমার আসল ইতিহাস! 

সাক্ষী শুধু চন্দ্র, সূর্য, গ্রহ, তারা 

আর এ পৃথিবীর মাটি। 

তবুও গণনা করছে যারা থামেনি তারা 

অজুত, লক্ষ, নিযুত, কোটি।

 

মাথার ওপর পূর্ব থেকে পশ্চিমে, 

জোটবাঁধা গিরিশৃঙ্গের মুকুট। 

সূর্যের উত্তাপে বরফ ঘামে, 

পেঁজা তুলোয় শান্তির চিরকুট। 

ক্রোড়ে তোমার এখনও অশ্রিত 

প্রতাপ রুদ্র, আর কন্যা উমা। 

ক্লান্ত তোমার শরীরে যে অবিরত, 

ফেনিল ধারায় গঙ্গা বাড়ায় সুষমা।

 

সবুজ মখমলের আলোয়ান পরণে, 

জাগ্রত অরণ্য ধাত্রী। 

তোমার নেশায় ক্লান্ত চরণে, 

আগুয়ান পর্বত অভিযাত্রী। 

বন্য শ্বাপদ-সঙ্কুল বনে, 

হিংস্র পশুদের সঙ্গে বসবাস। 

ঘনায়মান অন্ধকার মনে, 

বাহারী-ফুল ছড়ায় নির্যাস।

 

অসূর্যমপশ্যা গিরিকন্দর, 

উকিঝুঁকি মারে ইতি-উতি। 

সূর্যের সঙ্গে তোমার, 

প্রগাঢ় বন্ধুত্ব-প্রীতি। 

মৃত পাষাণ জেগে ওঠে, 

জাগে জীবস্মৃত গ্রহ, তারা, 

অলস চাঁদ খোলা মাঠে, 

ছোটায় সর্পিল ফোয়ারা।।