বাতাস আসিয়া তোমার কথাই কহিছে অনর্গল,
কথা দিয়া তবু আস নাই আর এমনই তোমার ছল।
সমস্ত দিন বসে অনাহারে, পাদ্যঅর্ঘ্য সমভিব্যহারে,
মন্দির দ্বার খুলিয়া দেখিনু সরসীতে পরিমল।
আস নাই তবু মানিল না বাধা নয়ানে অশ্রুজল।
পুষ্প শোভিত গালিচায় এই নতুন দীঘির পারে,
এ-হৃদয় মোর প্রতিষ্ঠিল পরাণের দেবতারে।
কোন্ ভোরে তুলি পূজার ফুল, এখনও ভাঙেনি মনের ভুল,
পাপিয়ার ঐ পিয়া পিয়া ডাক বাজিছে কর্ণকুহরে।
কাহার পদশব্দ শুনিয়া সহসা যে উঠি শিহরে।
তোমারে লভিয়া বাঁধি বাহুডোরে এই ছিল মোর সাধ,
অতলগভীর ভাবনায় ডুবি ভাঙি স্বপনের বাঁধ।
মিথ্যা, চাতুরী, অহঙ্কারে, ভাবি নাই তুমি গরব ভরে,
খেলার ছলেতে ভুলায়ে হেলায় পাতিবে মৃত্যুফাঁদ।
ভালবাসি তোমা বাঁধিতে চাহিনু এই মোর অপরাধ।
এই যদি হয় সত্য তোমার তবে রে পাষাণ কায়া,
হৃদয় দানিয়া চাহিনু হৃদয় করি নাই যাদু-মায়া।
কোন্ মন্ত্রবলে তবে পামর, ভুলিলি সকল আপন-পর,
অভাগিনীর পথের পর, বিতালি করাল-ছায়া।
আজি হতে ঐ মৃত্যুই তোর হইল জীবন-জায়া।।