রবীন্দ্রনাথের প্রতি

হিমালয় হতে উঁচুতে, যদি কিছু থাকে ভূ-ভারতে, 

প্রভাতের রবি হে বিশ্বকবি শীত, বসন্ত, শরতে। 

মিলল জীবনসূত্র তোমার কবিতা, গল্প, গানে 

সরস্বতীর বরপুত্র প্রণমী তোমার চরণে।

 

জোড়াসাঁকোতে জন্ম লভিলে গ্রীষ্মের খরতাপে, 

বাল্য হইতে লেখনী তোমার ভুবন জুড়িয়া দাপে। 

বৈশাখ আসি ডাকিয়া যে আজও লয়ে যায় তব ভবনে 

'গীতাঞ্জলি'র ছত্রগুলি যে রয়ে গেছে জনমনে।

 

আশি বসন্ত জুড়িয়া তুমি বিরাজ করিলে ভবে 

সুরের আবিরে রাঙাইলে সবে দোল মহোৎসবে। 

আঁকিয়াছ তুমি যে সকল ছবি গুরুদেব এ জীবনে 

সেরা ছবি আঁকি গেলে বুঝি তব শান্তিনিকেতনে।

 

রাখীবন্ধন উৎসব করি হিন্দু-মুসলমানে, 

গাঁথিতে চাহিলে একই সূত্রে গীতা ও কোরাণে। 

তোমার সে আশে প্রবলি বরষে বজ্রপাত হানে, 

তাই বরষায় লইলে বিদায় বুঝি সেই অভিমানে।।