চেতনা

লভি এই ভূমে                 মানব জনমে

বুঝি কোন ভ্রমে             পশিল মরমে

সুখ সন্ধ্যায় বোধহয়      সুরসাধকের ব্যঞ্জনা।

বহু ধনব্যয়ে                     এই জলসায়

লইতে বিদায়                     শরশয্যায়

যজ্ঞ অনল পরশে আসিল      মণিকাঞ্চনে চেতনা।।