লভি এই ভূমে মানব জনমে
বুঝি কোন ভ্রমে পশিল মরমে
সুখ সন্ধ্যায় বোধহয় সুরসাধকের ব্যঞ্জনা।
বহু ধনব্যয়ে এই জলসায়
লইতে বিদায় শরশয্যায়
যজ্ঞ অনল পরশে আসিল মণিকাঞ্চনে চেতনা।।
লভি এই ভূমে মানব জনমে
বুঝি কোন ভ্রমে পশিল মরমে
সুখ সন্ধ্যায় বোধহয় সুরসাধকের ব্যঞ্জনা।
বহু ধনব্যয়ে এই জলসায়
লইতে বিদায় শরশয্যায়
যজ্ঞ অনল পরশে আসিল মণিকাঞ্চনে চেতনা।।