দীর্ঘকাল ধরে বুকে জমা হওয়া ক্ষোভ,
আকাশে হাত ছুঁড়ে ঐ দেখাচ্ছে বিক্ষোভ।
স্পর্শকাতর মনে বেড়ে ওঠা রোষ,
আচম্বিতে চেঁচিয়ে ওঠে বজ্র-নির্ঘোষ।
রক্ত মাংসের শরীরে ক্ষুধার জ্বালা,
কাটাবে আরও কয়েকটা দিন উপোসে নির্জলা।
সবাই মিলিত হচ্ছে এখন দিন কতক অন্তর,
কিভাবে যায় বাঁচা, এবার যে মন্বন্তর।
দিন যে হয়ে আসছে ছোট, রাত্রি যাচ্ছে বেড়ে,
এবার আঘাত হানতেই হবে শত্রু শিবিরে।
অনাহুত ঝড়ের দাপটে আলগা হয়েছে খুঁটি,
খাদের কিনারে এসে কেটে গেছে ভয়ের ভ্রুকুটি।
বঞ্চিত প্রাণে ঘনিয়ে উঠেছে আজ ঘোর সন্দেহ,
তামাম জনতা এক হয়ে তাই করেছে যে বিদ্রোহ।।