বাউল তুমি কয়েক শতাব্দী গ্রাম-বাংলার বুকে,
পরাণের গান করিছ রচনা অন্তহীন সুখে।
নিয়াছ ও মনে সবার ভাবনা,
নূতন যুগের করিছ সূচনা,
গাহিতেছ তুমি সকলের গান, আজিও চারণ-কবি।
তব গান কেহ গাহে না কভুও, সাক্ষী প্রভাত-রবি।
কপোলে লাগায়ে চন্দনফোঁটা, একহাতে একতারা,
বাউল তব আবেগে মথিত, হৃদয়ে পারদ-পারা।
আর এক হাত আকাশে বাড়ায়ে,
চল সবুজ পথেরে পেছনে ছাড়ায়ে,
অন্নাভাবে কৃশ দেহভারে বাসা বাঁধিয়াছে জরা।
সুরের আকাশে একফালি চাঁদ, ঝিক্কিকায়ে তারা।
ধারা-খর-তর প্রখর রৌদ্রে, উজ্জ্বল দিবাকর;
তাহার অনলে পুড়িয়া এ দেহ আজি অবিনশ্বর।
শব্দের ফুলে সাজায়েছ কথা,
সুরের বাহারে জীবনগাথা,
হারায়েছ ঘর-সংসার সবই, তবু যাও নাই হারিয়া;
বাউল তুমি ও-ঘর খুঁজিয়া ছুটিছ বিশ্ব ব্যাপিয়া।।