সমাধি

স্মৃতির জাবর কাটা তোমাকে ঘিরে, 

মৃত্যুর নির্দেশে তৈরী তোমার পরিধি। 

ময়াল সাপের মতন এই ভয়াল অন্ধকারে, 

লুকিয়ে তুমি ঘুমিয়ে একা সমাধি।

 

বয়স যতই হোক না কেন আবাল-বৃদ্ধ-বনিতা, 

সবারই একই প্রস্থান। 

জীবন কাটুক সৎকাজে কিংবা অসৎ-ভনিতা, 

পরিণাম সবারই সমান।

 

শ্মশানে পুড়ে, ভস্মাধারে মাটির নীচে আশ্রয়, 

বাক্সের ভেতরে কালো কফিনে। 

কবরখানার নীচে মাটি হয়ে সাশ্রয়, 

মিশরের মমি হয়ে যতনে।

 

মৃত্যুর ওপারের রূপ নেই কারও জানা 

জীবনের অন্দরমহল। 

যমুনার তীরে আজও জীবিত যে শাহজাহান, 

জ্যোৎস্নাস্নাত তাজমহল।।