কেমন যেন অন্যমনে,
বসে আছি ফুলের বনে,
ভরে আছে বেল, চাঁপা, চামেলী, রজনীগন্ধা, জুঁই।
গন্ধ তাদের অনেক পেলাম একটু হাতে ছুঁই।
আকাশ পারে সারাবেলা,
চলছে কেমন রঙের খেলা,
পাখিরা যে দল বেঁধে সব যাচ্ছে কোথায় উড়ে!
পিয়া! পিয়া! ঐ ডাকিছে পাপিয়া শেষ বিদায়ের সুরে।
এখন পড়ে আসছে বেলা,
ঘরের পানে ফেরার পালা,
বনের পথ পেরিয়ে গিয়ে সামনের আল ধরে,
একটু আগেই আমার বাড়ি নতুন দীঘির পারে।
বাঁধানো ঘাট, বুড়ো শিবতলা,
মেয়েরা-বধূরা করেছে জটলা,
দীঘির পাশে একলা বসে মাছ ধরছে জেলে।
দূরের মাঠে গরু চড়ায় বুঝি রাখাল ছেলে।।