চরাচর

যদি খুলে আঁখি         শোন ঐ পাখি 

গাহেরে।

জানালার পরে        চেয়ে দেখ ওরে

বাহিরে

দেখ ফুল গাছে        ফুল ফুটে আছে

বাগানে,

গুনগুন শুধু        গুঞ্জরে মধু

লগনে

ফুটায়ো না হুল        দেখ কাশফুল

ছড়ায়ে।

ভোর হল রাত        দাও দুটি হাত

বাড়ায়ে।

 

যদি কহ কথা        মনে দাও ব্যথা,

গভীরে।  

প্রান্তরে ধু-ধু        এইটুকু শুধু

লভিরে।

 

পথে যেতে যবে        যায় যদি সবে 

দাঁড়ায়ে।

পাশে নাহি এল        একলাই চল 

আগায়ে।

যদি দাও ডাক        সামনের বাঁক 

পেরিয়ে।

পিছু ফিরে চাই        যাইনা মোটেই

এড়িয়ে।।