বারেক চকিতে যবে চমকিয়া হেরি,
বাজিয়া উঠিল বুকে সেই সুরধ্বনি,
কালের পারাবারে তব খেয়া তরী,
আসিয়া ভিড়িল ঘাটে কি করে না জানি,
বারেন্দ্রানী; আমিও দীর্ঘপথ ভ্রমিয়া তবে
আসিয়া পৌঁছাইনু যবে তোমা দ্বারে
দীন, রিক্ত, ভিখারীরে করিলে এ ভবে
প্রাণের দেবতা, ভাসাইলে আপনারে অকূল পাথারে।
পূজারিণী, পাইলে কি আপনারে দীর্ণ, জীর্ণ করি?
মাতিলে কি মহাযজ্ঞে? অরণ্যে রোদন করিলা মা ভবানী।
ধূলায় পড়িয়া বিতাইলে শর্বরী,
কি লভিলে তবে রাজহংস জিনি।
সে কাহিনী, সুরনির্ঝরিণী,
তুমি-আমি কেহ নাহি জানি।
কোকিলের কুহু ডাক, ময়ূরের ঐ কেকাধ্বনি,
লইয়া দখিণা বাতাস, আজিও যে করে কানাকানি।।