দেবী বন্দনা

দশভূজা তুমি সিংহবাহিনী, 

হিমালয় হতে তব আগমনী, 

আলোকিত করি আঁধার রজনী, 

আবার শারদ প্রাতে- 

সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিকেয় সাথে। 

আঁখি-কোণে অগ্নিস্ফুলিঙ্গ, 

বণসজ্জিতা স্বর্ণ অঙ্গ, 

বাজিল যে ঐ রণমৃদঙ্গ এই পৃথ্বীর বুকে- 

মৃত্যুবাণে মহিষাসুর পড়ল মরম্মুখে।

 

দশ হাতে বাজে কনকিঙ্কীনি, 

বাজে ঢাক, বাজে শঙ্খধ্বনি, 

মোদের প্রণামী লইও ঈশানী, 

তব পাদপদ্মে-

এসো ঘুচায়ে শঙ্কা, প্রলয়-ডঙ্কা বাজায়ে বজ্রনিনাদে। 

কাটে কয় দিন স্বপ্ন-বিধুর 

সীমন্তসীমা পারে এ মধুর, 

আঁকি দিবে বলি যত্নে সিঁদূর 

বিদায় বেলায় মাতেঃ!

পুরবধূ সবে দাঁড়ায়েছে নিয়ে বরণের ডালি হাতে।।