কখনও দেখতে পেয়েছ কি তুমি, সুনীল আকাশ তলে,
অস্ত-রবির সুদীর্ঘ ছায়া, নীল সাগরের জলে।
রাতের আকাশে চাঁদের জোছনা, কেমন করে যে হাসে,
কেমন করে যে সোনার তারা, উঁকি দেয় চারপাশে।
কখনও শুনতে পেয়েছ কি তুমি, সবুজ বনানী পরে,
প্রাণের সুর আর পাখির গান, কি বার্তা ঘোষণা করে!
জীবনের নামে যে প্রশস্তি, গেয়েছে জীবনানন্দ!
লিখলে কবিতা শুনতেই হবে, কতক নিন্দামন্দ।
আকাশের রঙ হালকা নীল, সাগরের নীল গাঢ়,
তারার সোনালী রঙ মেশালে, সবুজ ফসলে আরও,
সবুজের শ্যামলিমায়, সুবর্ণ-যুগ আসবে;
জীবনের রঙ ফিকে সবুজ, গাঢ় হয়ে ভাসবে।