অরণ্য

সুবিশাল প্রান্তর, ব্যাপিয়া তোমার বিস্তৃতি।

সারি সারি বৃক্ষরাজি, দুলে উঠে জানায় উপস্থিতি।।

সবুজের সমারোহে, একরাশ ফুলের স্পন্দন।

পাখিদের কলতান, জীবনের মেলবন্ধন।।

 

পাতার খস্থস্, জোনাকির মৃদু ঝিক্কিক্।

গাছের পাতার ফাঁকে, আচমকা তারার ঝিলিক।।

ঝিল্লির ঝিঁ ঝিঁ ডাক, আলো-আঁধারের এই খেলা।

তোমার বিদীর্ণ বুকে, এই চলেছে সারাবেলা।।

 

হিংস্র শ্বাপদ-সংকুল, তোমার এই নন্দন কাননে।

কাঠুরে, শিকারী আর মধুচোর আক্রমণ হানে।।

সাপের বিষ, মৌমাছির হুল, এসব করেছে তারা জয়।

শুধু বাঘ-ভাল্লুক-সিংহকেই যা ভয়।।

 

দাবানল বোধহয়, এই সত্য ভালো করে জানে।

তাই প্রতিশ্রুতি পৌঁছে দেয়, ফুল পাতাদের কানে কানে।।

তার সঙ্গে সহযোদ্ধা সাপ, মৌমাছি ও আর সকল বন্য শ্বাপদ।

দু-পেয় শ্বাপদের বিরুদ্ধে এ তোমার চরম প্রতিবাদ।।