কৈশোরের সুখস্মৃতি, যৌবনে নতুন পথের দিশা,
তোমার স্মিতহাস্যে, আজও অটুট ভালবাসা,
শিল্পীর তুলির টানে, আঁকা শেষ জীবন-তৃষা,
হে মোনালিসা।
পরম স্নিগ্ধতায় ভরা, তোমার দু'চোখের ভাষা,
নিত্য মানব-মনে, জাগায় নতুন প্রত্যাশা,
দুর্বলের বলবীর্য, সবলের স্বপ্নের বেতসা,
তুমি মোনালিসা।
কঠিন প্রতিজ্ঞাবদ্ধ, অবয়ব যোগায় ভরসা,
কর্মবিমুখ প্রাণে, সম্বিৎ ফেরায় সহসা,
নির্জীবের অরূপরতন, জীবের সর্বকর্মনাশা,
হে মোনালিসা।
লিওনার্দোর মানসপ্রতিমা,
জাহাঙ্গীরের মেহেরুন্নীসা
বন্ধ হোক রণ দামামা,
স্তব্ধ হোক অশ্বের হ্রেষা,
প্রেমের মূর্তরূপ, বিরহীর প্রণয়-পাশা,
তুমি মোনালিসা।।