একাকী

স্বজন বিহনে, 

বসে নির্জনে, 

মনে মনে যাও 

কার ছবি আঁকি।

 

কুহু কুহু কুঞ্জন, 

গুনগুন গুঞ্জন, 

কেকার কেকাধ্বনি 

শুনিতে পাও নাকি?

 

আকাশে মেঘ ছায়, 

গুরু গুরু গর্জায়, 

দেখে মেঘ ডাকে 

ঐ ভীরু চাতক পাখি!

 

জীবন-জোয়ার টানে, 

কাহার সে আহ্বানে, 

কেঁদে ফের তুমি বধূ 

কারে কাছে ডাকি।

 

কেহ যায়, কেহ আসে, 

নয়ন দুকূলে ভাসে, 

বেলা শেষে ফিরে যায় 

সন্ধ্যা গোধূলি মাখি।

 

আবদ্ধ মোহন জালে, 

পর্দার অন্তরালে, 

সমাধিস্থ কে তুমি, 

সঙ্গহীনা একাকী।।