ভূমিকা

ভূমিকা

সুদীর্ঘকাল ধরে অল্প অল্প করে রচনা করা কিছু কবিতা একত্রিত করার অভিপ্রায়ে এই সংকলনের অবতারণা। এর মধ্যে বেশ কয়েকটি কোনও না কোনও 'লিটল্ ম্যাগাজিন'-এ বা ছোটোখাটো পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই বই প্রকাশে গীতিকার-সুরকার-কবি-সাহিত্যিক শ্রী রবীন মুখোপাধ্যায়-এর সাহচর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যতটা সম্ভব ভিন্ন স্বাদের রচনাগুলি সংকলিত করার চেষ্টা করা গেছে। কবিতাগুলি পাঠকের মনে ধরলে নিজেকে ধন্য মনে করব।


আমার পরমারাধ্যা মাতৃদেবী শ্রীমতী রত্না সেনের শ্রীচরণে "মোনালিসা" বইটি নিবেদন করলাম।

রাজ সেন