মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগ একেবারে সম্পূর্ণ সারে না। তবে একেবারে না সারলেও একে নিয়ন্ত্রণ করে দীর্ঘজীবন লাভ করা যায়।
এই রোগ আক্রমণ করলে শুধু ঔষধ খেলেই চলবে না, ওষুধ খাবার সঙ্গে সঙ্গে শর্করা জাতীয় খাদ্য বিশেষ গ্রহণ করা চলবে না। শর্করা জাতীয় খাদ্যের পরিবর্তে একটি পৃথক খাদ্য-তালিকা তৈরী করতে হবে, সেই খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে।
একটা কথা সব সময় রোগীকে মনে রাখতে হবে যে, ঔষধ প্রয়োজন হলেও এই রোগের চিকিৎসার প্রধান অঙ্গ হলো খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্য নিয়ন্ত্রণ করতে না পারলে, রক্ত শর্করা (Blood Sugar) উত্তরোত্তর বেড়েই যাবে। শেষ পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা দেখা দেবে।
ইনসুলিন ইঞ্জেকশান (Insulin Injection) এই রোগের একটি প্রধান ঔষধ হলেও, এর কাজ কিন্তু সাময়িক, দীর্ঘস্থায়ী নয়।
যদি কখনও প্রস্রাবে প্রচুর গ্লুকোজ দেখা দেয়, তাহলে এই ইঞ্জেকশন করতে হয়। তার ফলে রক্তের গ্লুকোজ সব শরীরে শোষিত (Absorve) হয়। তাই ইনসুলিন ইঞ্জেকশান নিয়মিত ভাবে প্রয়োগ করা উচিত নয়।
প্রথমত রোগী ঔষধ খাবে অর্থাৎ এই রোগের ট্যাবলেট ইত্যাদি ব্যবহার করবে, এবং সেই সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ করবে। তাতেও যদি রোগ নিয়ন্ত্রণ না হয়, এবং রক্ত শর্করা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, তখন ইনসুলিন ইঞ্জেকশান (Insulin Injection) দিতে হবে।
(১) প্রয়োজন অনুসারে ইনসুলিন ইঞ্জেকশান (Insulin Injection) ১০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত সাবকিউটেনাস (Subcutaneous) দিনে একবার থেকে দু'বার খাবার আধঘণ্টা আগে দিতে হবে। অথবা—
(২) ডিসবেন্স ট্যাবলেট (Disbenese Tablet) খেতে হবে। মাত্রা—সকালে জলযোগের পরেই ১টি থেকে ২টি ট্যাবলেট। অথবা—
(৩) র্যা স্টিনন্ ট্যাবলেট (Rastinon Tablet) খেতে হবে। মাত্রা—সকালে জলযোগের পরেই ১ থেকে ২টি ট্যাবলেট।
(৪) অনেক সময় ডায়াবিস (Diabenes) ট্যাবলেট ও ইনসুলিন (Insulin) দু'টোই দেবার প্রয়োজন হয়ে পড়ে।
(৫) এই রোগের চিকিৎসা সব সময় প্রস্রাব পরীক্ষা (Urine test) ইউরিন টেস্ট করতে হবে। তার ফলে রোগ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
(৬) মাঝে মাঝে শর্করা পরীক্ষা (Sugar Examination)-ও করতে হবে।
(৭) ভিটামিন বি. কমপ্লেক্স (Vitamin B Complex) ইঞ্জেকশান বা ট্যাবলেট প্রয়োগ করলে প্রাথমিক অবস্থায় ভাল কাজ দেয়।
মাত্রা—দুপুরে আহারের পর ১টি ট্যাবলেট ও রাত্রে আহারের পর ১টি ট্যাবলেট ব্যবহার্য।
(৮) হাইড্রোপ্রোটিন (Hydroprotin) অথবা—
(৯) প্রোটিনেক্স (Protinex) |
উপরোক্ত ঔষধ দুটি শর্করা জাতীয় খাদ্য বাদ দেওয়ার জন্য খাদ্যের ক্যালোরিজাত মূল্য
কম হলে খেতে দিলে উপকার হয়।
নিম্নলিখিত ঔষধগুলির যে কোনও একটি প্রয়োগ করলে ভাল কাজ হয়।
(১০) Tab Diabense (ট্যাবলেট ডায়াবেনস্)। মাত্রা—রোজ একটি অথবা দুটি ট্যাবলেট খেতে দিতে হবে। অথবা
(১১) Tab Diabigon (ট্যাব ডায়াবিগন)। মাত্রা—রোজ একটি ট্যাবলেট অথবা রোগের প্রাবল্য অনুসারে দুটি ট্যাবলেট খেতে দিতে হবে। অথবা
(১২) Tab Fenobinon (ট্যাবলেট ফেনোবিনন)।
মাত্রা—রোজ একটি ট্যাবলেট অথবা রোগের প্রাবল্য অনুসারে দু'টি ট্যাবলেট রোজ দিতে হবে।
(১৩) Cap. D. B. I. T. D. (ক্যাপসুল ডি. বি. আই. টি.ডি.)। মাত্রা—রোজ একটি ক্যাপসুল অথবা দু'টি ক্যাপসুল রোগের প্রাবল্য অনুসারে রোজ দিতে হবে। অথবা—
(১৪) Tab. Daonil (ট্যাবলেট ভায়োলিন)।
মাত্রা— ১/২ আধখানা করে ট্যাবলেট সারাদিনে ২ থেকে তিনবার। অনেকসময় দেখা যায় বহুমূত্র রোগীর প্রস্রাবে শর্করা নেই। চিকিৎসাশাস্ত্রে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস্ (Diabetes Indipidus)।
এই রকম অবস্থা দেখা দিলে, নিচের ইঞ্জেকশানটি দিলে ভাল হয়।
(1) Inj. Pitressin Tannote (P. P.) 0.2ml (ইঞ্জেকশান পিট্রেসিন্ ট্যানোট (পি. পি.) ০.২ এম. এল। মাংসপেশীতে দিতে হবে। অথবা
(২) Tab. Chlotride 0.5gm (M. S. D.) (ট্যাবলেট ক্লোট্রাইড ০.৫ জি. এম.) (M. S. D) এম. এস. ডি।
মাত্রা- ১টি করে দিনে দু'বার দিতে হবে।
O ডায়াবেটিস রোগের কয়েকটি বিশিষ্ট ইঞ্জেকশান ও ট্যাবলেট O
(১) Inj. Insulin (Boots) (ইঞ্জেকশান ইনসুলিন) বুটস কোং, 5 ও 10 ml. vita (৫ ও ১০ মি.লি.)।
(২) Inj. Insulin Saluble (B.W.) ইঞ্জেকশান ইনসুলিন (বি. ডব্লিউ কোং) 5 ও 10 ml. vial.
(৩) Insulin Protamine Zinc ( Boots কোং) ইঞ্জেকশান। 5 ও 10 ml. vial.
(8) Protamine Zinc Insulin A. B. (B. D. H.) প্রোটামাইন্ জিঙ্ক ইনসুলিন ইঞ্জেকশান 5 ও 10 ml.
(৫) Insulin Globin Zinc (Boots) ইনসুলিন গ্লোবিন জিঙ্ক (বুটস্ কোং) ইঞ্জেকশান 10ml. vial.
(৬) Insulin Isophane N. P. H. (B. W.) ইনসুলিন আইসোফেন এন. পি. এইচ. (বি. ডব্লু.) ইঞ্জেকশান। 5ml. vial
(৭) Insulin Lente A. B. (B. D. H.) ইনসুলিন লেণ্ট এ. বি. (বি. ডি. এইচ.) ইনজেকশান 10ml. vial
(৮) Insulin Zinc Suspension (Boots) ইনসুলিন জিঙ্ক সাসপেনশান (বুটস্) ইঞ্জেকশান 10. vial.
নিম্নলিখিত ট্যাবলেটগুলির যে কোনও একটি খেতে দিলে ডায়াবেটিস রোগে উপকার
হয়।
(1) Tab. Diabenese (Pfizer) ট্যাবলেট ডায়াবিনস (ফিজার কোং)
মাত্রা : একটি করে ট্যাবলেট সকালে দিতে হবে। অথবা
(২) Dionil (Pfizer) ট্যাবলেট ডায়োনিল (ফিজার)। মাত্রা: একটি করে ট্যাবলেট সারাদিনে ১ থেকে বার। অথবা—
(৩) Diabigon Tablet (ভায়াবিগন্ ট্যাবলেট)। মাত্রা—১টি করে ট্যাবলেট সারাদিনে ২ বার দিতে হবে। অথবা—
(8) Cap. D. B. I. T. D. (ক্যাপসুল ডি. বি. আই. টি.ডি.)। মাত্রা—১টি করে ক্যাপসুল সারাদিনে ২বার।
(৫) Tab. Tolbutamide (ট্যাব, টলবিউট্যামাইড)।
মাত্রা—একটি ট্যাবলেট সারাদিনে একবার। অথবা
(৬) Capamide Tab. (Deys) ট্যাবলেট ক্যাপামাইড (দে'জ কোং)। মাত্রা—একটি ট্যাবলেট সারাদিনে একবার।
সতর্কতা : চিকিৎসার পূর্বে চিকিৎসকের পরমর্শ বাঞ্ছনীয়।