সূচনাঃ ময়ূর খুবই সুন্দর পাখি। ভারতের মধ্যে বিহার, উড়িষ্যা গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্যে ময়ূর দেখতে পাওয়া যায়। ময়ূর ভারতের জাতীয় পাখি।
আকৃতি ও পরিচয়ঃ ময়ূর মােরগ জাতীয় পাখি, তবে আকারে অনেক বড়। ময়ূরের মাথায় ঝুঁটি, গলা ও বুকের রং উজ্জ্বল। নীল, লেজের দিকে লম্বা পালক থাকে। এই পালকগুলিকে ময়ুর পুচ্ছ বলে। লেজের পালকগুলি বিরাট পাখার মত ছড়িয়ে ময়ূর খুব সুন্দর নাচতে পারে। একে 'পেখম' ধরা বলে। ময়ূর যখন 'পেখম' ধরে, তখন তার রঙের বাহারে চোখ জুড়িয়ে যায়। ময়ূরীর ঝুঁটি আছে কিন্তু পেখম' নাই এবং ময়ূরীর গলার রং সবুজ। ময়ূর দেখতে খুবই সুন্দর, তবে গলার আওয়াজ খুব কর্কশ। ময়ূর পুচ্ছের রং অতি বিচিত্র এবং পুচ্ছের পালকের মধ্যে নীল ও সােনালি রঙের আলপনা থাকায় খুবই সুন্দর দেখায়। এরা মাটির নীচে বাসা বানায়। ময়ুরী ডিম পাড়ে এবং সেই ডিম থেকে বাচ্চা হয়। ময়ুর প্রায় পঁচিশ-তিরিশ বছর । বাঁচে। ময়ূর সব কিছুই খায়। ফল, ফলের বীজ, শস্য, কচিপাতা, ফুলের কুঁড়ি, পােকামাকড়, বিছে, ছােট ছােট সাপ, ব্যাঙ, টিকটিকি কোন কিছুই বাদ দেয় না। সবই এদের প্রিয় খাদ্য।
উপকারিতাঃ ময়ূর পােকামাকড় খেয়ে আমাদের উপকার করে। ময়ূরের পেখমের পালক দিয়ে নানা রকমের শৌখিন জিনিস তৈরি হয়।